ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই ইন দ‍্য ইউকের আয়াজনে পূর্ব লন্ডনের ভ্যালেনটাইনস পার্কে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

gbn

জিবি নিউজ || লন্ডন ||

ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই ইন দ‍্য ইউকের আয়াজনে পূর্ব লন্ডনের ভ্যালেনটাইনস পার্কে  গতকাল শনিবার ২৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী উৎসব। মুজিববর্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে দ্বৈত শতবার্ষিকি (dual centenary) নামের তিন মাস ব্যাপি অনুষ্ঠানের ধারাবাহিকতায এই ঈদ পুণমিলনী অনুষঠানের আয়োজন করা হয়।একগুচ্ছ বর্ণালী বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

ইসমাইল হোসেনের সঞ্চালনায এডভাইজার এস বি ফারুক, প্রাক্তন সাধারন সম্পাদক মো রাকিব,ফাউনডিং সাধারন সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি প্রশান্ত দও পুরকায়স্ত বিইএম শুভেচ্ছা বক্তব্য  রাখেন। 

এরপর একে একে অনুষ্ঠিত হয় নারী ও পুরুষদের পিলো পাসিং এবং মিউজিক্যাল চেয়ার, শিশুদের ১০০ মিটার দৌড় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পিলো পাসিং এ প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে নিলুফা ইয়াসমীন হাসান ও মাহফুজা রহমান। মিউজিক্যাল চেয়ারে মারুফ চৌধুরী ও সৈয়দ ইকবাল প্রথম ও দ্বিতীয় হয়েছেন। শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। সমন্বয় কমিটির সদস্য আ্যলামনাই ব‍্যারিষ্টার এমকিউ হাসানের সৌজন্যে সকল পুরস্কার দেয়া হয় এবং তিনি পুরস্কারগুলোনিজের হাতে বিতরণ করেন।

সাংস্কৃতিক সম্পাদীকা রিপা রাকীব এর পরিচালনায় গান পরিবেশন করেন রিপা রাকিব, নাদীয়া লোদী,  কাজী কল্পনা, তামান্না , মারুফ চৌধুরী এবং ইসমাইল হোসেন।তাদের গাওয়া গান সবার মাঝে মুগ্ধতা ছড়িয়েছে। 

বিপুুল সংখ্যক অংশগ্রহন কারীদের আনন্দের জমজমাট এ অনুষ্ঠানে সদস্যদের নিজেদের হাতে তৈরি পিঠা, পুলি, সেমাই, জর্দা, মিষ্টি, পায়েস, সমুচা ও বিভিন্ন ধরনের ফল তৃপ্তি করে সবাই খেয়েছেন। সন্ধ্যায় পরিবেশন করা হয়েছে কাচ্চি বিরিয়ানী সংগে ছিল সামি কাবাব, ডিম, সালাদ, আর সফট ড্রিংক্স। 

এরিনা সিদ্দিক সুপ্রভাঅনুষ্ঠানে উপস্থিত নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন।

সভাপতি দেওয়ান গৌস সুলতান সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।দ্বৈত শতবার্ষিকি উপলক্ষে আগামী ৩১ জুলাই ও ১৩ আগষ্ট অনুষ্ঠিতব্য ভার্চুয়াল আন্তর্জাতিক ওয়েবিনারে যুক্ত হবার জন্য তিনি সকলকে অনুরোধ ও আমন্ত্রণ নজানান ; যেখান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

অনুষ্ঠান আয়োজনে সমন্বয়কারী  দলের সদস্য সৈয়দ এনাম, নিলুফা হাসান, ব্যরিষটার এম কিউ হাসান, এরিনা সিদ্দিকী সুপ্রভা ও অন্যান্য  যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এতে উপস্থিত হয়ে যারা এটা স্বার্থক ও সর্বাঙ্গ সুন্দর করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন