ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বিএমই কমিউনিটিকে আরো সোচ্চার হতে হবে: রুশনারা আলি এমপি

gbn

আনসার আহমেদ উল্লাহ//

লন্ডন টাওয়ার হেমলেটস এর বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায়  ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভোত রুশনারা আলি এমপিঁ বলেছেন- নিজেদের দাবি দাওয়া আদায়ে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বিএমই কমিউনিটিকে আরো সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ সোচ্চার হতে হবে। সুন্দর আগামী ব্রিটেন গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

গত ২৬ জুলাই ২০২২ পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি ড. আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমইর ঈদপার্টি অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বাবুল খানের স্বাগত বক্তব্যের পর অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর হেলাল আব্বাস, কাউন্সিলর শুভ হুসেইন, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী , সাবেক কাউন্সিলর পুরু মিয়া, বিএমইর সাবেক সভাপতি আজমল হুসেইন, সহ সভাপতি নাজমা হুসেইন, হুসনেআরা মতিন, শাহিদা রহমান, পপ্লার লাইম হাউস লেবার দলের সেক্রেটারি আস্রা আনজুম, আমিনা আলি, বাংলাটাউন লেবার দলের সভাপতি আমির হুসেইন, কমিউনিটি নেতা তারিফ আহমেদ, লেন্সবারি ওয়ার্ডের সভাপতি আনসারুল  হক, বি এম ই সহ সম্পাদক আনোয়ার মিয়া, বাংলাটাউন লেবার দলের সম্পাদক আমিনুল হক জিলু, মনিরুজ্জামান মনি, আব্দুল জলিল চৌধুরী, রেদওয়ান আহ্মেদ, সুলেমান হাসি, আব্দুস সাত্তার, গুলাব আলি, আব্দুর রহমান, ইয়ুথ অফিসার হামিম চৌধুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আহাদ চৌধুরী বাবু এবং সারওয়ার হুসেইন, টিভি নিউজ প্রেজেন্টার সালাউদ্দিন শাহিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন