জিবিনিউজ 24 ডেস্ক//
সিলেটের বিদ্যমান সমস্যা নিয়ে বাংলাদেশ সিএনজি এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক মো: মজিবুর রহমান এর সাথে এক জরুরি মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সিএনজি এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক নেতৃবৃন্দকে বলেন, আপনাদের সিএনজি’র বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জেলা প্রশাসকের সাথে আলোচনা করেই বৃহস্পতিবার থেকেই বন্ধ সিএনজি পাম্প খোলার সিদ্বান্ত গৃহীত হয়।
মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনান, পেট্রোল পাম্প এসোসিয়েশন কেন্দ্রীয় ও সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের সহ-সভাপতি, কামাল উদ্দিন, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ,অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, ট্যাংকলরী এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি হুমায়ুন আহমদ, হুরায়রা ইফতার হোসেন, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, সুব্রত ধর বাপ্পি, রেদোয়ান আহমদ, ফখরুল ইসলাম,লোকমান আহমদ মাছুম, স্যার জন রসু, গোলাপ মিয়া, হাজী হোসেন আহমদ, স্বপন কান্তি দাস,অফিস সহকারী রিংকু দাস প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন