জিবিনিউজ 24 ডেস্ক//
টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের ঊষালগ্নে বোদ্ধাদের অনেকেই মনে করেছিলেন বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই সংস্করণটি। সূচনাটাও নেহায়েত মন্দ হয়েছিল না। তবে সেই সূচনার সুতোটা আর বোনা যায়নি বেশিদিন। পথ হারিয়ে কক্ষচ্যুত টাইগাররা। এই ফরম্যাটটা ঠিক যেন আর মেলানোই যাচ্ছে না। ব্যর্থতার পাল্লা এতোটাই ভারি যে, দেশের মাটিতে স্পিন সহায়ক কন্ডিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস উবে গেছে তুড়িতে।
ক্রিকেট সরল পথ নয়, ধাপে ধাপে চড়াই-উৎরাই আর বাধা-বিপত্তি মাড়িয়ে সাফল্যের শেখরে পৌঁছেছে আজকের বড় বড় দলগুলো। বাংলাদেশ দল যে পথ মাড়িয়ে চলেছে, তার সামনে যেন শুধুই মরীচিকা! এতসব কথা আর আলোচনা বাংলাদেশ দলের টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে। এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন করে ছক কষেছে টাইগাররা। অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবার মিশন জিম্বাবুয়ে।
জাতীয় দলের ‘কথিত’ সিনিয়রা ছাড়াই আজ শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্থানীয় সময় দুপুর ১টা অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্বাগতিকদের মুখোমুখি হবে মাঠে টাইগাররা। ভাগ্য ফেরাতে ‘তুলনামূলক’ তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত এ সংস্করণে ফল এসেছে, এমন ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় পেয়েছে মাত্র ১টি। সর্বশেষ উইন্ডিজ সফরেও উড়ে গেছে টাইগাররা। টানা হারে টি-টোয়েন্টির ধাঁধাটা ক্রমে আরও জটিলই হচ্ছে বাংলাদেশের কাছে।
যদিও শুধু এই সিরিজের দায়িত্বে সোহান, তবুও বড় চ্যালেঞ্জ তার সামনে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের ছাড়াই ‘বৃত্ত’ ভাঙার লড়াই। প্রতিপক্ষ যেখানে তুলনামূলক সহজ, সেখানে কাজটা খুব বেশিও কঠিক হওয়ার কথা নয়।
এ ম্যাচে অভিষেক হতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন