‘রাষ্ট্রপত্নী’ বিতর্ক : সমালোচনার মুখে ক্ষমা চাইলেন কংগ্রেস নেতা

জিবিনিউজ 24 ডেস্ক//

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে বিতর্কের ঝড় তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, মুখ ফসকে ‘রাষ্ট্রপত্নী’ সম্বোধন করেছেন। এঘটনায় প্রথমে ক্ষমা চাইতে রাজি না হলেও পরে সমালোচনার মুখে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দ্রৌপদী মুর্মুর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেন অধীর চৌধুরী।

গত বুধবারের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে অনশনে বসেছিলেন অধীর চৌধুরীসহ দলীয় সংসদ সদস্যরা। সেসময় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অধীর দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে ‘রাষ্ট্রপত্নী’ বলে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। ক্ষিপ্ত হয়ে ওঠেন স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী।’ 

স্মৃতির দাবি, অধীরকে দ্রুত ক্ষমা চাইতে হবে। শুধু স্মৃতিই নন, নির্মলা সীতারমণ, প্রহ্লাদ যোশীরাও প্রতিবাদে সামিল হন।

তবে প্রথমদিকে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে রাজি ছিলেন না অধীর চৌধুরী। জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতি বলতে গিয়েই ভুল করে রাষ্ট্রপত্নী বলে ফেলেছেন। এতে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। বিজেপি তিল থেকে তাল করার চেষ্টা করছে বলেও পালটা তোপ দেগেছিলেন তিনি। পরে পিছু হঠেন তিনি। শুক্রবার চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ‘রাষ্ট্রপত্নী’ নেহাৎই মুখ ফসকে বলে ফেলা। আর কখনওই এমনটা হবে না। রাষ্ট্রপতি যেন তাকে ক্ষমা করে দেন, এই মর্মে চিঠি লিখেছেন কংগ্রেসের বর্ষীয়ান এমপি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন