মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির লিটন বিজয়ী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ নির্বাচনে জেলা যুবদলের লিটন আহমেদ বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) রাতে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি লিটন আহমেদক বিজয়ী বলে ঘোষণা করেন।

টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের কেশব বাড়ই পেয়েছেন ১১ হাজার ৮০৬ ভোট।

বুধবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ই ভি এম) টানা ভোট গ্রহণ করা হয়। তবে ভোটের উপস্থিতি ছিল কম।

নির্বাচনে ১০ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ র‌্যাব বিজিবি আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি করেন। নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন