জিবিনিউজ 24 ডেস্ক //
ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কোটি টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়। বাসর রাত হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। এছাড়া ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর পারিবারিক আনন্দ-উল্লাসে অনুষ্ঠিত হয় ডিপজলের ছেলের গায়ে হলুদ। হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন— গুণী নৃত্যপরিচালক মাসুম বাবুল, খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অভিনেতা জ্যাকি আলমগীর, সুব্রত, জায়েদ খান, আলেকজান্ডার বোঁ, মারুফ আকিব, ইমন, জয় চৌধুরী, কণ্ঠশিল্পী প্রতীক হাসান প্রমুখ।
ডিপজল ছেলের বিয়ে উপলক্ষ্যে পুত্রবধূকে অর্ধ কোটি টাকার ফার্নিচার উপহার দিয়েছেন। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার কারণে শুধু পরিবারের লোকজন নিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করেন এই অভিনেতা।
মনোয়ার হোসেন ডিপজলের ৩ ছেলে, ১ মেয়ে। মেয়ে সবার বড়। মেয়ের বিয়ের পর এবার বড় ছেলে অমির বিয়ে সম্পন্ন হলো। অমি ব্যবসায়ী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন