স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধিঃ

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদল।

(০১ আগস্ট) সোমবার বিকাল ৪:৩০ ঘটিকায় শাহমোস্তফা রোডস্থ হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শমসেরনগর রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজু'র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন - জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ফরিদ আহমদ, দেলোয়ার হোসেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মনসুর আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, লুৎফুর রহমান সহ সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, শেখ মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, শফিউল আলম জুসেফ সহ সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, ইব্রাহীম জনি সম বিষয়ক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, শাহ মুজিব, মামুন আহমদ মুন্না, গোলাপ আহমদ, হেলাল আহমদ, রাজু আহমদ, সৈয়দ পাপ্পু আহমদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে জিএমএ মোক্তাদীর রাজু বলেন, ‘ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। ভোলায় আমার ভাইয়ের রক্ত ঝরেছে। একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের নির্দেশে পুলিশ এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা আবদুর রহিমের রক্ত বৃথা যেতে দিতে পারি না। আবদুর রহিমের আত্মত্যাগকে ধারণ করেই এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সামনের দিকে এগিয়ে যাবে, আরও বেগবান হয়ে এ সরকারকে পরাজিত করতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন