মৌলভীবাজার প্রতিনিধিঃ
ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা।
মিছিল টি শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বের হয়ে চৌমুহনা পদক্ষিন করে শমসেরনগর সড়কে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।
মৌলভীবাজার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইহাম মোজাহিদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ ও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুস্তাকিম আহমদ টিটু এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাযহারুল ইসলাম মহসিন।
বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান, হাসান চৌধুরী ঝুমা,রুমেল আহমদ তাসলিম,জাকিরুল ইসলাম,শেখ মুহিত, ফজলে রাব্বি দিপ, সাইফুর রহমান সৈয়দ আব্দুল হাকিম,জুনাইদ আখন্দ আলী,আফজাল মামুন নাহিদ, ইমরান আহমদ, আল আমিন মুন্না।
পৌর ছাত্রদলের শাকিব আহমদ,হুসাইন আহমদ, সৈয়দ আসেফ, রজব আলী,তানভীর আহমদ, মাহতাবুল ইসলাম কাদির,রায়হান আহমদ, মারজান আহমদ প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন ভোলায় নিহত আব্দুর রহিম কে নৃশংস হত্যার মাধ্যমে বর্তমান নিশিরাতের সরকার জনগণের উপর গুলি চালিয়ে বন্দুকের নলের সাহায্যে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।
ইনশাআল্লাহ অচিরেই এই অবৈধ দখলদার সরকারের পতন ঘটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন