ইন্ডিপেন্ডেন্ট ব্যাডমিন্টন ফেডারেশন ইউকের উদ্যোগে 'দ্যা আইবিএফ কাপ' ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 

 মঙ্গলবার স্ট্রক - অন- স্ট্রেনট এর ‘কিলে ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার সহ  যুক্তরাজ্য বিভিন্ন শহর থেকে ৯৬টি দল অংশগ্রহণ করেন। 

 

তিনটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। ডি ক্যাটাগরিতে এমদাদ এবং শামসুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হারুন ও ওয়াহিদ জুটি। ‘সি’  ক্যাটাগরিতে আফজাল ও আতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামাল এবং লুক জুটি। ‘ এ এবং বি’  ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন ইয়াং এবং টম।  তারা হারিয়েছেন জাবেদ এবং আনোয়ার জুটিকে। 

খেলা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।  এতে উপস্থিত ছিলেন আইবিএফ ইউকের সদস্যবৃন্দ। খেলাটি সার্বিক সহযোগিতায় ছিলেন কমল পরিষদ ইউকে এবং অন্যান্য প্রতিষ্ঠান। 

 

আয়োজকরা মনে করেন এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির পাশাপাশি খেলাধুলায় তরুণ প্রজন্মকে আগ্রহ করে তোলা সম্ভব।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন