মঙ্গলবার স্ট্রক - অন- স্ট্রেনট এর ‘কিলে ইউনিভার্সিটির স্পোর্টস সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার সহ যুক্তরাজ্য বিভিন্ন শহর থেকে ৯৬টি দল অংশগ্রহণ করেন।
তিনটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। ডি ক্যাটাগরিতে এমদাদ এবং শামসুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হারুন ও ওয়াহিদ জুটি। ‘সি’ ক্যাটাগরিতে আফজাল ও আতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামাল এবং লুক জুটি। ‘ এ এবং বি’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন ইয়াং এবং টম। তারা হারিয়েছেন জাবেদ এবং আনোয়ার জুটিকে।
খেলা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন আইবিএফ ইউকের সদস্যবৃন্দ। খেলাটি সার্বিক সহযোগিতায় ছিলেন কমল পরিষদ ইউকে এবং অন্যান্য প্রতিষ্ঠান।
আয়োজকরা মনে করেন এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির পাশাপাশি খেলাধুলায় তরুণ প্রজন্মকে আগ্রহ করে তোলা সম্ভব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন