বন্ধু দিবসে রাজকে যা বললেন পরীমণি

জিবিনিউজ24ডেস্ক//

মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বন্ধুত্ব। কখনো কখনো পরিবার ও আত্মীয়-স্বজনের চেয়েও বন্ধু হয়ে ওঠে অধিক আপন। এমন বহু নজির আছে ইতিহাসের পাতায়। বন্ধুত্ব উদযাপন যদিও একটি দিনে সীমাবদ্ধ করা যায় না। তবুও বিশ্বজুড়ে অন্যান্য দিবসের মতো একটি দিন বন্ধু দিবস হিসেবে উদযাপন করা হয়।

আগস্ট মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হয়। সে হিসেবে আজ অনেকেই তাদের বন্ধুকে মনের কথা জানিয়েছেন, আনন্দে মেতেছেন। বাদ যাননি তারকারাও।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জীবনে সবচেয়ে কাছের বন্ধু কে? নিঃসন্দেহে অভিনেতা শরিফুল রাজ। যিনি তার স্বামী। ভালোবেসে ঘর বাঁধার পর থেকে তারা একে-অপরের সবচেয়ে আপন ও পরম বন্ধু। তাই বন্ধু দিবসে রাজকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না পরী।

একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে দেখা গেল, রাজ ও পরীর দুটি হাত। পরীর হাতে দুটি ঘাসফুল, আর তার হাতকে জড়িয়ে আছে রাজের হাত।

porimoni

পরীমণির ফেসবুক পোস্ট

ভালোবাসাময় এ ছবির সঙ্গে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যাথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার; আমি তোমাকে অনেক ভালোবাসি।’

পরীর এই শুভেচ্ছায় সাড়া দিয়েছেন শরিফুল রাজও। মন্তব্যের ঘরে তিনি একটি চুম্বনের ইমোজিসহ লিখেছেন, ‘আমার ভালোবাসা’।

রাজ-পরীর এই বন্ধুত্ব, ভালোবাসা ও দাম্পত্যের প্রতি শুভকামনা জানিয়েছেন অনুসারীরা। তাদের সম্পর্ক চিরকাল এমন মিষ্টি-মধুর থাকুক, সে প্রত্যাশা সকলের।

এদিকে এ মাসেই রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা হচ্ছেন পরীমণি। আগামী ২৮ আগস্ট তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারে। শেষ মুহূর্তের এই দিনগুলো তাই চূড়ান্ত উচ্ছ্বাস ও উত্তেজনায় কাটছে তাদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন