শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর ব্যবস্থাপনা কমিটি গঠন,ইসমাইল সভাপতি, এহসান সদস্য সচিব

শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পৌর শহরের কালিঘাট রোডস্থ ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা সোমবার (৮ আগস্ট) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে শিক্ষানুরাগী, লেখক-কলামিস্ট ও দৈনিক দেশবাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ-কে পুনরায় সভাপতি, সমাজসেবক মো. আব্দুল মোমিনকে সহ-সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহিরকে সদস্য সচিব (পদাধিকার বলে) মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক ক্যটাগরিতে শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ও ব্যবসায়ী মুহম্মদ কালু গাজী; স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী ও সহকারী শিক্ষক মাহমুদা আক্তার।  উল্লেখ্য, মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে ২০১৭ সালে ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ প্রতিষ্ঠিত হবার পর থেকে অধ্যাবদি ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন জাতীয় শিক্ষাপদক ২০১৬-এ উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি; ২০১৭, ২০১৮ ও ২০১৯-এ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, বর্ডার গার্ড পাবলিক হাই স্কুল ম্যানেজিং সদস্য, শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাধিকবার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা, কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল’র প্রধান উপদেষ্টা, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পর্ষদের উপদেষ্টা, দ্বীপশিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল ম্যানেজিং কমিটির প্রাক্তন প্রধান উপদেষ্টা, সাইটুলা ইসলামিয়া-আরাবিয়া এমদাদুল উলুম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল মাহমুদ।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন