বঙ্গমাতা  বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ,সেলাইমেশিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান

মৌলভীবাজার প্রতিনিধি \

বঙ্গমাতা  বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল সোমবার (১২আগষ্ট) জেলা প্রশাসনের আয়োজনে,মহিলা বিষযক অধিদপ্তর মৌলভীবাজারের সহযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা,সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ । বিশেষ অতিথি  ছিলেন হবিগঞ্জ -মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র আলহাজ¦ ফজলুর রহমান,স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, সদর উপজেলা নিবাহী অফিসার সাবরিনা রহমান বাধন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আক্তার ।
অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগন সুধী সমাজের ব্যক্তিবর্গ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে  মহিলা অধিদপ্তরের প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন