মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃকরোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ফের লকডাউনের পথে যাচ্ছে বিশ্ব। প্রাণহানি এড়াতে ইতিমধ্যেই স্পেনের রাজধানী মাদ্রিদ লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে মহামারির কারণে ইতালিতে জরুরি অবস্থার মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে কোভিড-১৯ এর তাণ্ডবে দিশেহারা ইসরাইলে আগামী এক বছর লকডাউন থাকতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। স্পেনে চলতি বছরের গোড়ার দিকে ব্যাপক তাণ্ডব চালায় করোনাভাইরাস। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ আসায় লকডাউন তুলে নেয় দেশটির সরকার। কিন্তু সম্প্রতি ইউরোপের স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশে আবারো মাথাচাড়া দিচ্ছে কোভিড-১৯। এদিকে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ, ব্রাজিল, মেক্সিকোতেও উন্নতি নেই করোনার। আসছে শীতে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন