মুকসুদপুরে ওয়াদুত খান হত্যা মামলায় ৩ জনের জাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চাওচা পূর্বপাড়া গ্রামের ওয়াদুত খান হত্যা মামলায় তিন জনের জাবজ্জীবন ও এক জনের ১ বছর এবং আরেক জনের ৬ মাসের কারাদন্ডের রায় দিয়েছে আজ আদালত। আজ বুধবার (১০ই আগষ্ট) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় দেয়। জাবজ্জীবন দন্ডপ্রপ্ত আসামীরা হলেন একই গ্রামের মৃত হোসেন মোল্যার ছেলে হায়দার মোল্যা, নুর মোহাম্মদ মোর‌্যার ছেলে মো: ইউনুছ মোল্যা ও হিটলার মোল্যা এবং এক বছর কারাদন্ডপ্রপ্ত আসামী হলেন হায়দার মোল্যার ছেলে আক্তার মোল্যা ও ৬ মাসের কারাদন্ডপ্রপ্ত আসামী হলেন বাদশা মোল্যার ছেলে সাগর মোল্যা। মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৮জুলাই বাদীর বসত বাড়ি সংলগ্ন পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে আসামীগণ ওয়াদুত খানকে পিটিয়ে ও কুপিয়ে মারাক্তক জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়াদুত খান মারা যায়। দীর্ঘ ৬বছর পর মামলার নথি পর্যালচনা করে আজ মামলার রায় দেয় আদালত। রায় পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন