যথাসময়ে অফিসে আসেন না সাব রেজিস্ট্রার, পেলেন কারণ দর্শানোর নোটিশ

 জিবিনিউজ24ডেস্ক//

২৮ জন দলিল লেখকের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার শর্মি পালিত। নিবন্ধন অধিদপ্তর থেকে তাকে সম্প্রতি এ নোটিশ দেওয়া হয়।

নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ২৮ জন দলিল লেখক অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন প্রসঙ্গ বর্ণনা করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র দাখিল করেছে। যা এ অধিদপ্তরে পাঠানো হয়েছে। দাখিল করা অভিযোগপত্রে আপনার বিরুদ্ধে দলিল লেখকদের লাইসেন্স বাতিল, রেজিস্ট্রিকামী দলিলের দাতা-গ্রহীতা, সাক্ষী, শনাক্তকারীদের জেল-জরিমানার ভয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মাধ্যমে অনৈতিকভাবে সরকারি ফি’র বাইরে ঘুষ আদায়ের অভিযোগ আনাসহ বিভিন্ন রকমের দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্টভাবে বর্ণনা করেছে।

একইসঙ্গে শর্মি পালিতের বিরুদ্ধে যথাসময়ে অফিসে উপস্থিত না থাকা এবং অফিস সময় শেষ না হওয়ার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে বা না জানিয়ে অফিস ত্যাগ করার অভিযোগ বিভিন্ন মাধ্যমে অবহিত করা হয়েছে জানিয়ে এতে বলা হয়, আপনার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বারবার সতর্ক করার পরও অভিযোগগুলো বিবেচনায় নেননি। বরং আপনার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বারবার আসতে থাকায় অধিদপ্তর বিব্রতকর বোধ করছে। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং অসদাচরণের সামিল। যা সরকারি কর্মচারী চাকরির শৃঙ্খলা ও আপিল বিধি-২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 

নোটিশে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগের সচিব বরাবরে কেন লেখা হবে না তার সুনির্দিষ্ট কারণ/জবাব এ নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিবন্ধন অধিদপ্তর বরাবরে দাখিল করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন