জিবিনিউজ24ডেস্ক//
ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (১৫ আগস্ট) হাইকমিশনার ব্যাচেলেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে গেলে সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ব্যাচেলেট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে জাদুঘর ঘুরে ঘুরে দেখান। ৩২ নম্বরের আনুষ্ঠানিকতা শেষ করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
চার দিনের সফরে মানবাধিকার হাইকমিশনার রোববার সকালে ঢাকায় আসেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সফরের শুরুর কর্মসূচিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন ব্যাচেলেট। বৈঠকে বিচারবহির্ভূত হত্যা, গুম, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এরপর একই ভেন্যুতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে হওয়া বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।
সফরের দ্বিতীয় দিন ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার আগে রাজধানীর একটি হোটেল মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তার কাছে মানবাধিকার নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রতিনিধিরা। বিশেষ করে ব্যাচেলেটের কাছে তারা দেশের মানবাধিকার পরিস্থিতি, গুম, বাকস্বাধীনতা, আসন্ন জাতীয় নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে মামলা, নারী নির্যাতনের মতো বিষয়গুলো উপস্থাপন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন