মৌলভীবাজার প্রতিনিধি \
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরন ও শেখ রাসেল দেয়াল পত্রিকার উদ্ভোধন করা হয়েছে। গতকাল (১৫আগষ্ঠ) দুপুরে আলী আমজদ সরকারি বালিকা উচ্চ্ধসঢ়; বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে বিদ্যালযের ছাত্রী মিলনায়তনে এ আলোচনা সভা পুরস্কার বিতরণ ও শেখ রাসেল দেয়াল পত্রিকার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়নূল হক এর সভাপতিত্বে আলোচনা সভা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক। শিক্ষার্থী জোহা আক্তার পচিালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সহকারি প্রদান হাফিজা বেগম। বক্তব্য রাখেন শিক্ষক আতিক আহমদ,মানজু মিয় সরকার,আব্দুল মতিন,মুজিবুর রহমান, সৈয়দা রওনক, শিক্ষার্থী সানজিতা আক্তার,মাহিদা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক গোলাম রাব্বানী ও পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন এবং শেখ রাসেল দেয়াল পত্রিকার উদ্ভোধন করেন অতিথিরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন