জিবিনিউজ24ডেস্ক//
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে তোলা হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া তিনটার দিকে তাদের সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে তোলা হয় মামলার ১ নম্বর আসামি সাইফুর রহমান, ৪ নম্বর আসামি অর্জুন লস্কর ও ৫ নম্বর আসামি রবিউল ইসলামকে।
আদালত সূত্র জানায়, এর মধ্যে অর্জুন লস্কর ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জবানবন্দি আদালতে রেকর্ড করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ তরুণী। ধর্ষণের সঙ্গে জড়িত যুবকেরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় তরুণীর স্বামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন