জিবিনিউজ24ডেস্ক//
রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬ হোটেল কর্মীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ৬ ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা দুপুর ২টা থেকে ময়নাতদন্ত শুরু করি, যা বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে শেষ হয়। আরও কিছু নিয়ম মাফিক কাজ আছে সেগুলো এখন আমরা শেষ করছি।
এছাড়া মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো সিআইডির ফরেনসিক টিমকে দেওয়া হবে।
মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলে, বিষয়টি প্রশাসন দেখছে।
এদিকে চকবাজারে কামালবাগের আগুনে যে ছয় জনের মরদেহ পাওয়া গেছে, তাদের পরিচয় জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬) ও শরীফের (১৬) ও রুবেল (২৮)।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন