জিবিনিউজ24ডেস্ক//
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশে ফিরেছেন ফেরার আকুতি জানানো গৃহকর্মী শিল্পী আক্তার।
মঙ্গলবার (১৬ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, গত রোববার (১৪ আগস্ট) ঢাকা পৌঁছায় সৌদি প্রবাসী শিল্পী আক্তার। দেশে বাবা-মায়ের কাছে ফিরতে পেরে দূতাবাসের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। শিল্পীর বাবা-মা তাদের মেয়েকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও দূতাবাসকে ধন্যবাদ জানান।
দূতাবাস বলছে, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সৌদি প্রবাসী শিল্পী আক্তার সম্প্রতি দেশে ফেরার আকুতি জানিয়ে তার বাবা-মার কাছে টেলিফোনে আকুল আবেদন জানান। বিষয়টি দূতাবাসের নজরে এলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাৎক্ষণিকভাবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে গৃহকর্মী শিল্পী আক্তারকে তার পাওনা আদায় করে জরুরি ভিত্তিতে দেশে পাঠানোর নির্দেশনা দেন।
এ পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদিতে কর্মরত বাংলাদেশি গৃহকর্মী শিল্পী আক্তারের কর্মস্থলের ঠিকানা ও পাসপোর্ট নম্বর সংশ্লিষ্ট বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ফোর সাইট ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে।
দূতাবাস আরও জানায়, দূতাবাসের আইন সহকারী সৌদি শ্রম মন্ত্রণালয়ের ‘সমর্থন ও সহায়তা বিভাগ’ এবং সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করে গৃহকর্মী শিল্পী আক্তারের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া সৌদি শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তার খরচে তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন