মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রীসহ করোনা আক্রান্তের এই খবর নিজেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওহাইও অঙ্গরাজ্যে মার্কিন নির্বাচনী বিতর্ক শেষে নিউইয়র্কে ফেরার এক দিন পর ১ অক্টোবর বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। একই মঞ্চে বিতর্কে অংশ নিয়েছিলেন দেশটির ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের করোনা আক্রান্তের খবর আসার পর সার্চ ইঞ্জিন গুগলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন জো বাইডেন করোনা সংক্রমিত হয়েছেন কি না তা জানার জন্য। এর আগে বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ নারী উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন