সিলেটে অবৈধভাবে রেলের টিকিট বিক্রি: গ্রেফতার ২, বুকিং সহকারী বরখাস্ত

কালোবাজারে রেলের টিকিট বিক্রির অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ও বিআরটিসির কদমতলী কাউন্টার ম্যানেজারকে গ্রেফতার করেছে র‌্যাব। তবে সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুজন মিয়াকে বরখাস্ত করা হলে তাকে ছেড়ে দেওয়া হয় আর বিআরটিসির কদমতলী কাউন্টার ম্যানেজার রুমেলকে গ্রেফতার দেখানো হয়েছে। 


বুধবার (১৭ আগস্ট) বিকেলে র‍্যাব-৯ এর টুআইসি মেজর আরাফাত আলী খানের নেতৃত্বে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। 

 

 


অভিযানে নেতৃত্বদানকারী র‍্যাব-৯ মেজর আরাফাত আলী খান জানান, দীর্ঘদিন ধরে সুজন ও রুমেল টিকিট কালোবাজারে বিক্রি করে আসছে। আমরা এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বুকিং সহকারী মো. সুজন মিয়াকে বরখাস্ত করলে তাকে ছেড়ে দেই। এবং বিআরটিসির কদমতলী কাউন্টার ম্যানেজার রুমেলকে গ্রেফতার করি।

 

সিলেট রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুজন মিয়াকে বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন একই রেলস্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন