মৌলভীবাজার প্রতিনিধি\ স্বাধীনতাপদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, শিক্ষাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল(১৮আগষ্ট)বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন, মৌলভীবাজার এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর নিজ বাস ভবনে দিনব্যাপী কর্মসুচি অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন,এর আহবায়ক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আজিজুর রহমান বঙ্গবন্ধু’র কথা সমসময় শুনতেন এবং বঙ্গবন্ধু’কে আর্দশ হিসেবে মানতেন। নেতৃত্ব দানে আজিজুর রহমান এর অবদান অনেক। এদিকে, আজিজুর রহমানের আর্দশ অনেককেই অনুপ্রাণিত করে এছাড়াও একজন সুষ্ঠ এবং সৎ রাজনীতিবীদ ছিলেন বলেও জানান তিনি। বিশেষ অতিথি মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাহিদ আখতার, পৌরসভা মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমূখ। স্মরণসভা শেষে অনুষ্ঠিত হয় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিরা। এবং অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন