জিবিনিউজ24ডেস্ক//
প্রথমবারের মতো সময়ের সেরা দুই ফুটবলার, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হতে যাচ্ছেন।
২০২০-২১ চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানে দুই রাউন্ডের ড্র শেষেই মেসির এফসি বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাসের গ্রুপ ভাগ্য নির্ধারিত হয়। যেখানে এই দুই ক্লাব ‘গ্রুপ জি’-তে জায়গা করে নেয়।
এর আগে গত মৌসুমের সেমিফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুই দলই ব্যর্থ হয় শেষ চারে জায়গা করে নিতে। ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন