জিবিনিউজ24ডেস্ক//
সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো নো ফিলটারে ভূমি পেডনেকার বলেন, যৌন সমস্যা নিয়ে পরামর্শ দিতে পারদর্শী অভিনেতা রণবীর সিং।
কিন্তু রণবীর সম্পর্কে এমন কেন বললেন ভূমি? অভিনেত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তার এই মন্তব্য নিয়ে বলিউডে জল্পনা চলছে।
চ্যাট শোয়ে বিভিন্ন তারকাদের নিয়েই কথা বলেন ভূমি। একটি সেগমেন্টে নেহা তাকে জিজ্ঞাসা করেন বলিউডে এমন কোন অভিনেতা রয়েছেন যিনি সেক্সোলজিস্ট হতে পারবেন। অর্থাৎ এমন কোন অভিনেতা রয়েছেন যিনি যৌন জীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দিতে পারবেন। উত্তরে ভূমি রণবীরের নাম নেন।
বলিউড অভিনেত্রী বলেন, আমার মনে হয় ওর কাছে এই ধরনের অনেক টিপস রয়েছে।
ভূমি জানান, রণবীর যখন ব্যান্ড বাজা বারাত-এর সময়ে অডিশন দিচ্ছিলেন তিনিও সেখানে ছিলেন।
এই চ্যাটে করোনাভাইরাস নিয়েও কথা বলেন ভূমি। লকডাউনে কেমন সময় কেটেছে তাও শেয়ার করেন তিনি।
ভূমি বলেন, গ্রীষ্মে আমার অনেক পরিকল্পনা ছিল। সেগুলো হল না। তখন নিজেকেই বোঝালাম যে ভূমি তোমার সমস্যাগুলি প্রথম দুনিয়ার। বরং নিজেকে বোঝাও যে এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে তুমি নিরাপদে রয়েছো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন