এস এম ফজলুঃ
মৌলভীবাজার শহরের কোর্ট রোর্ডের মৌলভীবাজার পৌরসভার সম্মুখ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার।
জানা গেছে, শুক্রবার ১৯ আগস্ট ২০২২ খ্রিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম সার্বিক তত্বাবধানে পরিদর্শক অমর কুমার সেনের নের্তৃত্বে ও বিভাগীয় রেইডিং টিমের সহায়তায় মৌলভীবাজার সদর থানাধীন সরকারি স্কুলের মাঠ থেকে মোঃ শামীম (২৭) কে ৩ হাজার পিস মিথাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ এক জন কে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
আটক ইয়াবা ব্যবসায়ী মোঃ শামীম (২৭), পিতা মো: জিরা মিয়া,সাং আবদা,তারাপাশা,থানা রাজনগর,মৌলভীবাজার বলে জানা গেছে।
অভিযানকালে সাথে ছিলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের বিভাগীয় সহকারী উপ পরিদর্শক মো:আবুল কালাম আজাদ,শিপাই লিটন চন্দ্র দাস,আমির হোসেন মো: আল মামুন প্রিয়া সরকার,ওয়ালেস অপারেটর জাহাঙ্গীর আলম প্রমুখ।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এর সাথে আলাপকালে তিনি জানান,উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম সার্বিক তত্বাবধানে আমরা কক্সবাজার উকিয়া থানা এলাকা থেকে মোঃ শামীম ঢাকা হয়ে মৌলভীবাজার রাজনগর তার বাড়িতে যাওয়া গোপন খবর পেয়ে সংগীয় ফোর্সসহ পৌরসভার সম্মুখ থেকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়ছি এবং মাদক আইনে তাকে মৌলভীবাজার মডেল থানার
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন