জিবিনিউজ24ডেস্ক//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন-সংগ্রাম ও কীর্তিকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে বড় পরিসরে পরিচিত করাতে শহরের মেয়র ইক্রেম ইমামওলুর সহযোগিতা চেয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম।
শনিবার (২০ আগস্ট) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কনস্যুলেট জেনারেল জানায়, গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামওলু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন করেন বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম। সাক্ষাতে উভয়ে বাংলাদেশ-তুরস্কর মধ্যকার বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।
মেয়র ইক্রেম ইমামওলু ঢাকা সিটি কর্পোরেশন ও ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউন্যাসিপালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্য-বর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাব দেন। তিনি কনসাল জেনারেলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে ইস্তাম্বুল সফরের আমন্ত্রণ জানান।
জবাবে কনসাল জেনারেল নূরে-আলম মেয়র ইমামওলুকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
মেয়র ইমামওলু বলেন, দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃপ্রতিম ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। কনসাল জেনারেল মেয়রকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশীকাঁথা উপহার দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন