অভিনয় ছেড়ে সন্ন্যাস বেছে নিলেন অভিনেত্রী

 জিবিনিউজ24ডেস্ক//

দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবন। অভিনয় করেছেন অনেক দর্শকপ্রিয় সিরিয়ালে। অথচ সেই সাফল্যময় জগত ছেড়ে গ্রহণ করলেন সন্ন্যাস। শুধু তাই নয়, মুম্বাইয়ের ঘরবাড়ি ছেড়ে তিনি পাড়ি জমাচ্ছেন হিমালয়ে।

ঘটনাটি ভারতীয় অভিনেত্রী নূপুর অলংকারের। অনেকদিন ধরেই তিনি আধ্যাত্মিকতার চর্চা করছেন। এবার একেবারে চূড়ান্তভাবে চলে যাচ্ছেন হিমালয়ে। এরইমধ্যে নিজের মুম্বাইয়ের বাসা ভাড়া দিয়ে ফেলেছেন। সেটা থেকে যা আয় হবে, তাতেই নিজের সন্ন্যাস জীবনের খরচ নির্বাহ করবেন।

এ বিষয়ে নূপুর বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসেই আমি সন্ন্যাস নিয়েছি। এখন আমি নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছি। আর্তদের সাহায্য করার চেষ্টা করছি। সবসময়ই আধ্যাত্মের পথে হাঁটার ইচ্ছে ছিল। এখন সেই পথ ধরেই হাঁটছি।’

নূপুর জানান, এক আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেয়েই জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন তিনি। তাই অভিনয় ছেড়ে এখন আত্মিক শান্তি ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখছেন সাবেক এ অভিনেত্রী।

মুম্বাই ছেড়ে হিমালয়ে চলে যাওয়ার বিষয়ে নূপুর বলেন, ‘আমি জানি এটা অনেক বড় পদক্ষেপ। তবে হিমালয়ে থেকে আমি আধ্যাত্মের আসল অর্থ খোঁজার চেষ্টা করব। মুম্বইয়ের বাড়িটি ভাড়া দিয়ে দিয়েছি। এ থেকে যেটুকু আয় হবে, তা ব্যবহার করে আমি ঘুরতে পারব।’

ঠিক কী কারণে বিনোদনের ঝলমলে দুনিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন, তা নিয়ে নূপুরের ভাষ্য, ‘অনেকে বলছেন, জীবনের প্রতি বিতৃষ্ণা আসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। না, এই ধারণা ভুল। আসলে করোনার লকডাউনের সময়টা জাগতিক মোহমায়া থেকে মুক্ত হতে শিখিয়েছে।’

আর কখনোই অভিনয়ে আসার ইচ্ছে নেই জানিয়ে নূপুর বলেন, ‘আমার জীবনে অভিনয়ের আর কোনও জায়গা নেই। অন্যের জীবন বাঁচতে চাই না আর। পর্দায় যা দেখানো হয় সবই তো মিথ্যা। এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলাম।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন