মৌলভীবাজার প্রতিনিধি\ ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে চা শ্রমিকরা সড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে ধর্মঘট পালন করছে। চা শ্রমিকদের ৩০০ মজুরীর দাবীতে আজও দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ ও সিলেট সহ সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিকরা ধর্মঘট পালন হচ্ছে।
গত শনিবার শ্রীমঙ্গল শ্রমদপ্তর এ বৈঠক হলে সেখানে ১৪৫ টাকা মজুরি মেনে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন । এর ঘন্টা খানিকের মধ্যে সাধারণ শ্রমিক তা প্রত্যাখান করে তারা শ্রমিক নেতৃবৃন্দকে চাপ সৃষ্টি করেন ১৪৫ মেনে না নেয়ার জন্য । চা শ্রমিক নেতৃবৃন্দ ১৪৫ টাকা মজুরি প্রত্যাখান করায় উৎপাদন ভরা মৌসুমে বাগানে পাতা উত্তোলন ও ফ্যাক্টরি বন্ধ রয়েছে।
চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান,মোবাইল (০১৭১১৩৯৯৯৬৩) বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী ১৪৫ মজুরী মানেনি সাধারণ শ্রমিকরা। তাই তাদের ধর্মঘট ৩০০ মজুরী টাকা না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। চা বাগানের শ্রমিকরা কাজে যাবে না বলে জানিয়েছেন চা ¤্রমিক নেতা মোহন রবি দাশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন