প্রধানমন্ত্রীর জাপান সফরের পরিকল্পনা করছে সরকার

 জিবিনিউজ24ডেস্ক//

ঢাকা ও টোকিও’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের বিষয়ে বাংলাদেশ সরকার পরিকল্পনা করছে। আর এটি খুব শিগগিরই হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালে জাপান সফর নিয়ে ‘স্বাগত বঙ্গবন্ধু ১৯৭৩’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধামন্ত্রীর জাপান সফরের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী জাপান সফর করেন। সেই সফরে আমি ছিলাম। তার কয়েক মাসের মাথায় শিনজো আবে (প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী) বাংলাদেশ সফরে এসেছেন। ২০১৯ সালে জাপান যান প্রধানমন্ত্রী, সেই সফরেও সফরসঙ্গী ছিলাম। বাংলাদেশ-জাপানের ৫০ বছরে এসে দাঁড়িয়ে আমরা পরিকল্পনা করছি, প্রধানমন্ত্রী বা ভিভিআইপি লেভেলের আরেকটি সফর করার। এটা খুব শিগগিরই।

অনুষ্ঠানে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকার জাপান দূতাবাস কর্তৃক জাপান সরকারের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বক্তব্য দেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন রওশন আরা মান্নান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন ওয়াসেকা আয়েশা খান উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন