মাহবুব তালুকদারের মৃত্যুতে ইসির শোক

gbn

 জিবিনিউজ24ডেস্ক//

সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ আগস্ট) ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্মসচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইসি জানায়, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সাবেক এ নির্বাচন কমিশনার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মাহবুব তালুকদার ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম আসাদুজ্জামান বলেন, মাহবুব তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন