জিবিনিউজ24ডেস্ক//
খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খালি আপনারা দেখতে থাকেন, গম-চাল আসতে থাকবে (বিদেশ থেকে)।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে- জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকে যেটা আলোচনা হয়েছে, কম্ফোর্টেবল আমদানির জন্য, কম্ফোর্টেবল পেমেন্টের জন্য যা যা করার দরকার তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।’
‘কম্ফোর্টেবল’ বিষয়টি আসলে কী- জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।’
চালের দাম হঠাৎ করে বেড়ে গেছে। কমবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমতেছে তো।’
গত সপ্তাহে চালের দাম বেড়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গত সপ্তাহে যেটা বাড়িয়েছে, সেটা কমতেছে। তারমধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করতেছি ‘
ওএমএসের মাধ্যমে চাল বিতরণের ঘোষণা দেওয়ার পরই চালের দাম আস্তে আস্তে কমছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন