জিবিনিউজ24ডেস্ক//
অ্যানফিল্ডে প্রায় বিস্মৃত হতে বসেছিলেন রবার্তো ফিরমিনো। একসময় মোহামেদ সালাহ-সাদিও মানেদের সঙ্গে মিলে প্রিমিয়ার লিগে সময়ের অন্যতম প্রতাপশালী ‘ফ্রন্ট থ্রি’র অংশ ছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে চোট আর ফর্মহীনতা তার একাদশের জায়গাটি কেড়ে নেয়। দিয়োগো জোতা-লুইস দিয়াজদের দাপটে এখন সেভাবে সুযোগও পান না। তবে শনিবার (২৭ আগস্ট) রাতে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের নিজের সেই পুরনো আগুনে রূপে ধরা দিলেন ফিরমিনো। তার জোড়া গোল এবং হ্যাটট্রিক অ্যাসিস্টে ৯-০ গোলের রেকর্ড ব্যবধানে লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে লিভারপুল।
অ্যানফিল্ডে ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ফিরমিনোর বানিয়ে দেওয়া বল জালে ঠেলে অলরেডদের এগিয়ে দেন লুইস দিয়াজ এবং হার্ভি এলিয়ট। ২৮ মিনিটে আবারও ফিরমিনোর অ্যাসিস্ট, এবার বল জালে পাঠানোর দায়িত্ব সারেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড। অ্যাসিস্টের হ্যাটট্রিক করার মিনিট তিনেক পর ফিরমিনো নিজেই লক্ষ্যভেদ করেন। মাত্র ৩১ মিনিটে ৪-০ গোলের লিড পেয়ে যায় স্বাগতিকরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন