পাকিস্তানে বন্যা উপদ্রুতদের উদ্দেশে মোদির শোকবার্তা

 জিবিনিউজ24ডেস্ক//

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যার কারণে পাকিস্তানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে যারা সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন, প্রাণ হারিয়েছেন — তাদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। প্রার্থনা করি, পাকিস্তানের এই দুঃসময় যেন দ্রুত কেটে যায়।’

গত শুক্র, শনি ও রবি— তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা শুরু হয়েছে পাকিস্তানের তিন প্রদেশ সিন্ধু, খাইবার পাখতুনওয়া ও বেলুচিস্তানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী— বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৬২ জন, আহত হয়েছেন ১ হাজার ৫৭৫ জন।

এছাড়া বন্যার কারণে গত কয়েক দিনে পাকিস্তানে মারা গেছে ৭ লাখ ১৯ হাজার ৫৫৮টি গবাদি পশু, এবং ৯ লাখ ৯২ হাজার ৮৭১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানির নিচে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়ার লাখ লাখ মানুষ বর্তমানে খাদ্য ও আশ্রহীন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

বন্যার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে বহু মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন।

পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বর্তমান দুর্যোগকে ‘দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা’ বলে উল্লেখ করেছেন।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন