জিবিনিউজ24ডেস্ক//
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেই এখন সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারতেন তিনি। কিন্তু ইনজুরিতে পড়ে চলতি এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের। তবে বসে নেই তিনি। ইনজুরি কাটিয়ে উঠতে নিয়মিত করে যাচ্ছেন অনুশীলন আর পুনর্বাসন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাকিব খোঁজ রেখেছেন তরুণ এই পেসারের। শরীফুলকে তিনি বলেছেন রিহ্যাব, অনুশীলন চালিয়ে যেতে।
ইনজুরি থেকে কাটিয়ে উঠতে নিয়মিত কঠোর পরিশ্রম করতে দেখা গেছে শরীফুলকে। মিরপুরের একাডেমি মাঠে বাংলা টাইগার্সের বোলিং কোচ নাজমুল হোসেনের সঙ্গে কাজ করছেন নিয়মিতই। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে এই পেসার জানান, অধিনায়ক সাকিব তাকে নিয়মিতই কাজ চালিয়ে যেতে বলেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন