৬০ লাখ রুপি দিয়ে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত!

জিবিনিউজ24ডেস্ক//

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের ভক্ত। আবারও দেখা মিলল অমিতাভের এক পাগলা ভক্তের।

সম্প্রতি এক প্রবাসী ভারতীয় দম্পতি মহা ধুমধাম করে বাড়িতে ‘বিগ বি’র মূর্তি বসালেন। আর তার জন্য খরচ হয়েছে ৬০ লাখ রুপি। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল অমিতাভ বচ্চনের মূর্তির সেই ছবি।

জানা গেছে, এই ভক্ত দম্পতির নাম রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। তারা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে থাকেন।

তাদের দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন তাদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করে ফেললেন তার মূর্তি।

শুধু তাই নয়। তারা সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান। ১৯৯০ সাল থেকে আমেরিকায় বসবাস করছে ওই পরিবার। তাদের ‘গোপী পরিবার’ নামে একটি টুইটার প্রোফাইলও আছে।

সেখান থেকেই ছবি টুইট করে তারা লেখেন, শনিবার ২৭ আগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মি. বচ্চনের ৫০০ এর বেশি ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন।

এদিকে, ভক্তের দেওয়া এমন সম্মানের কথা জেনেছেন অমিতাভ বচ্চনও। বিনয়ের সঙ্গে জানালেন, এই সম্মানের যোগ্য নন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন