বন্যায় বিধ্বস্ত পাকিস্তানকে ৩ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

gbn

 জিবিনিউজ24ডেস্ক//

পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য দেশটিকে ৩ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা বিষয়ক সংস্থা ইউ এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

ইউএসএইডের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।’

গত শুক্র, শনি ও রবি— তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নজিরবিহীন বন্যা শুরু হয়েছে পাকিস্তানের তিন প্রদেশ সিন্ধু, খাইবার পাখতুনওয়া ও বেলুচিস্তানে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে এই দুর্যোগকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে উল্লেখ করেছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী— বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ১৩৬ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ৫৭৫ জন।

এছাড়া বন্যার কবলে পড়ে গত কয়েক দিনে পাকিস্তানে মারা গেছে ৭ লাখ ১৯ হাজার ৫৫৮টি গবাদি পশু, ৯ লাখ ৯২ হাজার ৮৭১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানির নিচে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়ার লাখ লাখ মানুষ বর্তমানে খাদ্য ও আশ্রহীন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

সরকার ইতোমধ্যে পাকিস্তানের ৬৬টি জেলাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগের শিকার’ বলে ঘোষণা করেছে। এর মধ্যে বেলুচিস্তানের ৩১টি, সিন্ধ প্রদেশের ২৩টি, খাইবার পাখতুনখোয়ার (কেপি) নয়টি এবং পাঞ্জাবের তিনটি জেলা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুর্যোগ-ঘোষিত জেলার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন