জিবিনিউজ24ডেস্ক//
ডু-অর ডাই ম্যাচ, এই সমীকরণে খেলতে নেমে দুবাইয়ের মাঠে টাইগার ব্যাটাররা নিজেদের দায়িত্বটা সঠিকভাবেই পালন করে এসেছিলেন। পরবর্তীতে দায়িত্ব ছিল বোলারদের, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবাদত-মেহেদীরা। এদিন বোলারদের ব্যর্থতার সাথে ছিল বাজে ফিল্ডিং, ক্যাচ মিস ও ওয়াইড-নো বলের অতিরিক্ত রান। এমনকি উইকেটের পেছন থেকে মুশফিক মিস করে গেছেন কুশল মেন্ডিসের ব্যাটে বল লাগার শব্দ, যার ফলে রিভিউ নিয়ে আরও আগেই এই ব্যাটসম্যানকে ফেরানোর সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ হারের পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তাকে রিভিউ নেওয়ার কথা বলেনি কেউ।
শুরু থেকেই এদিন লঙ্কান ব্যাটারদের চেপে ধরেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস ড্রাইভ করলে বল উইকেটের পেছনের ডানদিকে যায় মুশফিক ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা গ্লাভসে নিয়েও ধরে রাখতে পারেননি। এরপর আবার কুশল বল পুল করতে গিয়ে দিয়েছিলেন উইকেটরক্ষক মুশফিকের হাতে। আবেদন হলেও আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। পরে স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটে লেগেই গেছে মুশফিকের হাতে। তখন কেউই রিভিউ নিতে আগ্রহ দেখায়নি। এ নিয়ে ম্যাচ শেষে হতাশা ঝরেছে অধিনায়কের কন্ঠে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন