মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়। ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হচ্ছে। প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান ওয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দেয়, তবে বুধবার রাতেই ৭৪ বছর বয়স্ক ট্রাম্প জানান যে তিনি এবং তার স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিনে আছেন। ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেয়ার পর তিনি ক্লান্ত কিন্তু ভাল মেজাজে ছিলেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তার দায়িত্ব ভাইস-প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িক ভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন