হাটহাজারীর শিক্ষার্থী সমাবেশে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান হোক নিরাপদ সড়ক তৈরির প্রথম পাঠশালা

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচ) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই’ শীর্ষক শিক্ষার্থী সমাবেশে বক্তারা বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়কে চলাচলের নিয়ম শেখাতে হবে। নিরাপদ সড়ক বিষয়ে সচেতন ও সতর্কতার বিষয়ে অবগত করার কোনো বিকল্প নেই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষা শিক্ষার্থীরা অনেক বেশি গ্রহণ করে। এখন বলতে হবে- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই হোক নিরাপদ সড়ক তৈরির প্রথম পাঠশালা। তবে আগামী প্রজন্মের জন্য তৈরি হবে নিরাপদ সড়ক।

৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার দুপুরে হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব বড়ুয়া, প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুর রহিম,  স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি ওজাইর আহমদ হামিদী, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উল্লাহ, কাটিরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি মোঃ সফিউল আজম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার, ক্রীড়াবিদ ও ফুটবল প্রশিক্ষক এইচএম জসীম উদ্দীন জিকো প্রমূখ।

বিগত ১ আগষ্ট ২০২২ থেকে অদ্যবধি নগরীর ডাঃ খাস্তগীর  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ্ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, আইডিয়াল হাই স্কুল, চট্টগ্রাম মডেল পাবলিক স্কুল, সরকারি ন্যাশনাল স্কুল, চিটাগং ভিক্টোরি ন্যাশনাল স্কুল, হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় সহ ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দূর্ঘটনা রোধকল্পে ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই’ শীর্ষক শিক্ষার্থী সমাবেশ আয়োজন করে আসছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি নিয়মিতভাবে চলবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন