জিবিনিউজ24ডেস্ক//
২০০২ সালে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সাকিব আল হাসানের পথচলা শুরু। হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু তার রুমমেট আরো আগে থেকে। ভর্তি প্রক্রিয়ার আগে প্রতিভা অন্বেষণ হয়। সেই প্রতিভা অন্বেষণ থেকে পিন্টু সাকিবের রুমমেট।
সাকিবের বিকেএসপি জীবনের অন্যতম সঙ্গী ছিলেন পিন্টু। প্রায় ৬ বছর বিকেএসপির হোস্টেল জীবনে অনেক স্মৃতি পিন্টুর সঙ্গে সাকিবের। কিশোর বয়সে দুই জনের চেহারায় মিলও ছিল অনেক, ‘একদিন এক খেলা শেষে আমি ও সাকিব নন্দন পার্কের দিকে গিয়েছিলাম ঘুরতে। তখন একজন আমাদের দেখে বলছিলেন, যমজ ভাই নাকি!’
বিকেএসপির ২০২ নম্বর রুমে সাকিব ও পিন্টুর সঙ্গে ছিলেন আরও দু’জন। লিখন ও শুভলোক দুই জনই ছিলেন ক্রিকেটে। বিকেএসপির হোস্টেল রুম ক্রিকেট খুব জনপ্রিয়। ২০২ নম্বরে চারজনের তিনজনই ক্রিকেটার হওয়ায় রুম ক্রিকেট খেলেছেন অনেক পিন্টু। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সাকিবের পাশাপাশি ছিলেন পিন্টু। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই দুই জনের সিট ছিল সামনে পেছনে।
বা থেকে পিন্টু, লিখন, সাকিব ও শুভলোক-ফাইল ছবি
পিন্টুর রুমমেট সাকিব এখন বিশ্ব তারকা ও বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের আইকন। রুমমেটদের সঙ্গে সেই বিকেএসপির সাকিবই, ‘নিঃসন্দেহে সাকিবের ব্যস্ততা আমাদের চেয়ে বেশি কিন্তু সাকিবই আমাদের সঙ্গে যোগাযোগ করে। দোস্ত চলে আয় বাসায়।’ –বলেন পিন্টু।
পিন্টু ও সাকিব দুই জনই দুই জাতীয় দলে খেলেছেন। অন্য দুই রুমমেট লিখন ও শুভলোক এখন ক্রীড়াঙ্গনের দূরে থাকলেও নিজেদের মধ্যে যোগাযোগ প্রতিনিয়ত, ‘সাকিব এখন অনেক সময় পরিবারের সঙ্গে আমেরিকায় সময় কাটায়। সময়ের পার্থক্য অনেক হওয়ায় এমন হয় মাঝে মধ্যে সাকিবের ফোনে আমাদের ঘুম ভাঙে।’ –বলছিলেন পিন্টু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন