জিবিনিউজ24ডেস্ক//
বিয়ের পর শ্বশুর বাড়িতে নারী নির্যাতনের শিকার হয়েছেন এমন শিরোনাম আমরা গণমাধ্যমে প্রায়ই দেখতে পাই। নতুন গৃহবধূ স্বামী ও শাশুড়ির হাতে নির্যাতিত, শ্বশুর-শাশুড়ির নির্যাতনে পুত্রবধূর মৃত্যু; এমন হাজারও ঘটনা পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে।
কিন্তু সম্প্রতি গৃহবধূর হাতে শ্বশুর নির্যাতনের ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দিল্লির পুলিশের একজন নারী সাব-ইন্সপেক্টর তার শ্বশুরের গালে একাধিক চড় মারছেন, তার পাশে ছিলেন আরও একজন পুলিশ সদস্য। ঘটনাস্থলে নারী পুলিশ কর্মকর্তার মাও উপস্থিত ছিলেন। পরে অন্য লোকজন এসে তাকে থামিয়ে দেন।
জানা গেছে, অভিযুক্ত নারী পুলিশ দিল্লির ডিফেন্স কলোনি পুলিশ স্টেশনে নিযুক্ত।
এ ঘটনায় ওই নারী সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৪২৭ ধারায় মামলা হয়েছে। পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবেও বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন