‘ট্যুর ফর সোশ্যাল গুডস সিজন-০২’ উদ্বোধন

 জিবিনিউজ24ডেস্ক//

বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সেবা প্রদানে তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশি তরুণদের সামাজিক সংগঠন ‘ব্লাডম্যান’ যৌথভাবে আয়োজন করেছে ‘ট্যুর ফর সোশ্যাল গুডস’ সিজন-০২।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার তুর্কি দূতাবাসে এর উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে বাংলাদেশের বান্দরবান, সাজেকের মতো ১২টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওতায় নিয়ে আসার পাশাপাশি হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরন। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম এম. আলমগীর এবং ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এমন উদ্যোগে আমি তরুণদের অকুণ্ঠ সমর্থন জানাই। সুনামগঞ্জে প্রথম ক্যাম্প আয়োজন করতে আমি ব্লাডম্যানকে আমন্ত্রণ জানাব। তুরস্ক বাংলাদেশের পুরোনো বন্ধু এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে চাই।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের বন্ধু। আমরা এমন সামাজিক উদ্যোগে সমর্থন করতে পেরে খুশি। এটি একটি অর্থবহ উদ্যোগ। আমরা আনন্দের সঙ্গে ব্লাডম্যানের মতো তরুণ উদ্যোক্তাদের সমর্থন করতে চাই।’

ব্লাডম্যান‘র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান বলেন, ট্যুর ফর সোশ্যাল গুডসের প্রথম সিজনে আমরা ৪০০০-এর বেশি মানুষকে স্বাস্থ্য পরামর্শ, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়েছি। তুরস্ক সরকার, পরিকল্পনামন্ত্রী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং দারাজকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। এটি যুবদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

ব্লাডম্যান জানায়, দেশের প্রত্যন্ত অনেক এলাকায় এখনো কমিউনিটি ক্লিনিক সেবা ঠিকভাবে পৌঁছায়নি। সেখানে টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে এই আয়োজনের মাধ্যমে।

এবারের আয়োজনের মাধ্যমে ১২টি প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হবে। প্রতিটি স্বাস্থ্য ক্যাম্পে ৫০০-এরও বেশি পরিবারকে এই সেবা দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন