প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে রোববার (৪ অক্টোবর) তিনি কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন।

 

কুয়েতের নতুন শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহ উপসাগরীয় আরব রাষ্ট্রের সমৃদ্ধি দেশগুলোর স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তার পূর্বসূরি শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ মারা যাওয়ার একদিন পরেই সংসদে এই পদে শপথ গ্রহণ করেন।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ, যিনি ৯১ বছর বয়সে মারা যান, তিনি দেশটিতে ১৪ বছর রাজত্ব করেছিলেন এবং সাম্প্রতিক সময়ে বিভেদপূর্ণ লড়াইয়ের জন্য পরিচিত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সংলাপ ও ঐক্যের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

মৃদু আচরণ এবং অন্যের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কারণে ‘আরব কূটনীতির ডিন’ হিসেবে পরিচিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন আগামী ৬ অক্টোবর ঢাকায় ফিরবেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন