ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার) করোনায় সর্বাধিক আক্রান্তের রেকর্ড ১২৮৭২ জন : মৃত্যু ৪৯ জনের

 জিবিনিউজ 24 ডেস্ক //

রিটেনে গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক ১২৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটি ব্রিটেনে যে কোন সময়ে এক দিনে সর্বাধিক সংখ্যক আক্রান্তের রেকর্ড। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের সূত্রে ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে, টেকনিক্যাল সমস্যার কারনে আজকের সংখ্যা প্রকাশ করতে দেরি করা হয়েছে। একই সাথে আজকের আক্রান্তের সংখ্যার সাথে গত ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সময়ের কিছু আক্রান্তের সংখ্যা যুক্ত করা হয়েছে। তবে আজকে প্রকৃত পক্ষে কতজন আক্রান্ত হয়েছেন তা প্রকাশ করা হয়নি।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৪৯ জনের। গতকাল শুক্রবার ছিলো ৬৬ জন, বৃহস্পতিবার ছিলো ৫৯ জন, বুধবার ছিলো ৭১ জন, মঙ্গলবার ছিলো ৭১ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৩১৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮৭২ জন। গতকাল শুক্রবার ছিলো ৬৯৬৮ জন, বৃহস্পতিবার ছিলো ৬৯১৪ জন, বুধবার ছিলো ৭১০৮ জন, মঙ্গলবার ছিলো ৭১৪৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ১৭ জন। (সূত্র ইভিনিং স্ট্যান্ডার্স)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪২ জন, স্কটল্যান্ডে ৪ জন, ওয়েলসে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করানি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ৪২ জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৪৯ থেকে ৮২ বছর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন