অভিষেকে ৩৩ সিনেমা হলে নায়িকা সালওয়া

জিবিনিউজ24ডেস্ক//

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ থেকে উঠে এসেছিলেন নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এরপর নাম লেখান সিনেমায়। এবার প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে তার। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৩ হলে মুক্তি পেতে যাচ্ছে সালওয়া অভিনীত সিনেমা ‘বীরত্ব’।

এতে সালওয়ার সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ইমন। তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা এটি।

সিনেমাটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভিআইপি প্রজেকশন হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বীরত্ব’র নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, অন্যান্য কলাকুশলীরা ও চলচ্চিত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সালওয়া বলেন, ‘আমি এই সিনেমায় ডাক্তার দিনাত চরিত্রে অভিনয় করেছি। আমরা প্রত্যেকে এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছি। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে আমাদের কষ্ট সার্থক হবে।’

‘বীরত্ব’ দিয়ে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন অভিনেত্রী নিপুণ আক্তার। তিনি বলেন, ‘এই সিনেমায় আমাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে। বর্তমানে যৌনকর্মীদের ভোটাধিকার দিয়েছেন সরকার। তারই কিছু অংশ এ সিনেমায় দেখতে পাবেন দর্শক।’

ইমন বলেন, ‘সিনেমায় তো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি এর আগে। তবে এবারই প্রথম এই সিনেমার মাধ্যমে চিকিৎসকের চরিত্র করলাম। চরিত্রটির মাধ্যমে দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন।’

নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, ‘একজন সাহসী যুবকের জীবনের নানা ঘাতপ্রতিঘাতের গল্প নিয়ে সিনেমাটি। চরিত্র সেটাই যেটা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে।’

‘বীরত্ব’ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে ছোট পর্দার নন্দিত অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম মাসুমকে। প্রথমবারের মতো তারা দুজনই সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন প্রমুখ। এই সিনেমার মাধ্যমে প্রথম কোনো আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা নিজেই। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক, সিনেমার নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। পরিবেশনায় দ্য অভি কথা চিত্র।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন