এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

gbn

জিবিনিউজ24ডেস্ক//

বিআরটি প্রকল্পের চলমান কাজ এবং ভারী বৃষ্টিপাতের কারণে এসএসসি পরীক্ষার্থীসহ গাজীপুর ও বিমানবন্দর গমনকারী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এ অনুরোধ করা হয়।

উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের উদ্দেশে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে বলা হয়, গাজীপুর টঙ্গী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং বর্তমানে ভারী বৃষ্টিপাতের কারণে টঙ্গী স্টেশন রোড, মুনুগেট, মিলগেট, চেরাগ আলীসহ গাজীপুরের মূল সড়কের অনেক স্থানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্য তিন লেনের গাড়ি চলাচল বন্ধ থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এক্ষেত্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এসএসসি/ সমমানের পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে যাত্রা করার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও বিমানবন্দরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ওই সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। বিমানবন্দরগামী যাত্রীদের লা মেরিডিয়ান হোটেল/কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন