এস এম ফজলুঃ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে চুরি করতে এসে ধরা পড়ে গণপিটুনিতে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক একটার দিকে গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের নাম সায়েম মিয়া (৩৫)। সায়েম মিয়া নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার রাতে আরও কয়েকটি ঘরে চুরি করে অভিজ্ঞ চোর সায়েম। পরে এলাকার সৃজন পাশীর বাড়িতে প্রবেশ করে চুরি করার সময় ধরা পড়ে সে। এসময় সৃজন পাশীদের চিৎকার, চেঁচামেচিতে এলাকার আরো লোকজন জমা হয়ে সায়েমকে উত্তম মধ্যম দিয়ে প্রহার করেন।
পরে এলাকার মেম্বারের কাছে চুরির কথা স্বীকার করে সায়েম। কিন্তু গণপিটুনিতে সায়েমের অবস্থা বেশি খারাপ হওয়ায় রাত একটার দিকে সায়েম মিয়ার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মো: মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে মূল ঘটনা এখনই জানা যাচ্ছে না, তদন্তের পর জানা যাবে।
আটককৃতদের নাম- ছুরত মিয়া, (৪০) আতির মিয়া (৩৫),এবং রবিন (২০)।
এলাকাবাসী বলছেন- নিহত সায়েম আগে থেকেই চুরি করতো। চুরির দায়ে এর আগেও বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে সায়েমকে। মাত্র চারদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে আসেন সায়েম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন