মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা ঃকরোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার চিকিৎসক জানান, তার শারীরিক উন্নতিতে তারা খুবই আনন্দিত। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ প্রেস ব্রিফিংয়ে জানান, সামনের সময়টা ট্রাম্পের জন্য জটিল।    ট্রাম্পকে অক্সিজেন দেওয়া নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেন, ট্রাম্পকে অক্সিজেন দেওয়া হচ্ছে না। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাকে অক্সিজেন দিতে হয় বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। প্রেস ব্রিফিংয়ে শনকে বারবার এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান।    ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে কনলিসহ চিকিৎসকদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন। শনিবার ট্রাম্প নিজেই টুইট করে নিজের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান।    পাশাপাশি প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও জানান, গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে জ্বর ছিল না, অনেকটাই সুস্থ আছেন তিনি। । কনলি বলেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে আমি এবং আমার দল খুবই সন্তুষ্ট। চিকিৎসার অংশ হিসেবে ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইন-জাতীয় ওষুধ, রেমডিসিভির সেবন করছেন বলেও জানান কনলি।    প্রেসিডেন্ট ট্রাম্প কবে করোনা পজিটিভ হওয়ার তথ্য জেনেছেন সে বিষয়টি নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।    গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানানো হয়৷ তবে হোয়াইট হাউসেরই এক চিকিৎসক বলেন, এক দিন আগেই নাকি নিজের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানানো হয় ট্রাম্পকে। পরে অবশ্য তিনি বলেন, ওই তথ্য সঠিক নয়। ট্রাম্প করোনা আক্রান্ত অবস্থায়ই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এরই মধ্যে করোনাভাইরাস পজিটিভ বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন